দিনযাপনের তুচ্ছাতিতুচ্ছ ঘটনাক্রমের ধারায় বয়ে চলে যে সাধারণ জীবন তার আড়ালে থাকে জীবনের আরেক বড় সত্য। আপাত নিস্তরঙ্গ জীবন প্রশান্ত মহিমায় ধারণ করে দূর অতীতের তরঙ্গভঙ্গ উত্তালতা। আকস্মিক ঘটনাসূত্রে খুলে যাওয়া স্মৃতির ঝাঁপি সেই সত্যরূপের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় উপন্যাসের পত্র-পাত্রীদের। ন্যায়-অন্যায়ের বিচার করাটা বুঝি ঔপন্যাসিকের দায়িত্ব নয়, তাঁর উদ্দিষ্ট সেই মানবিক পরিস্থিতি নিবিড়ভাবে অনুভব করা, যেখানে আলোছায়ার খেলায় কতো-না বৈপরীত্যের টানাপোড়নে ক্ষতবিক্ষত প্রতিটি হৃদয়। এই বিদীর্ণ মানবাত্মার স্বরূপ-সন্ধানী লেখক রশীদ করীম, সাধারণ লোকের কাহিনী মেলে ধরেছেন আশ্চর্য পরিমিতিবোধ ও গভীর সংবেদনশীলতা নিয়ে এবং এভাবে পৌঁছে গেছেন বোধের সেই অতলে, যা স্পর্শ করা একজন শিল্পীর পক্ষেই কেবল সম্ভব। আমরা অনুভব করি অন্তরের গহিনে বহন করা অপূর্ণতার বেদনাবোধ নিয়ে পূর্ণতাসন্ধানী মানুষের অভিযাত্রা, ন্যায়-অন্যায়, সুখ-দুঃখের অতীত এক মানবিক ভূমিতে উপনীত হই এবং উপলব্ধি করি মানবসত্তার অপার মহিমা। রশীদ করীম, আমাদের অগ্রণী কথাসাহিত্যিক, সাধারণের মোড়কে এমন এক অসাধারণ জীবনোপলব্ধির কাহিনী উপহার দিয়েছেন, যা কেবল মহৎ লেখকেরাই পারেন।
Reviews
There are no reviews yet.