বেলুন থেকে বিমান : আকাশযানের কথা
Original price was: 750.00৳ .562.50৳ Current price is: 562.50৳ .
মান চালনায় যিনি দক্ষ, একই সঙ্গে সাহিত্যব্রতী হিসেবে কৃতির স্বাক্ষর রেখেছেন এমন মণিকাঞ্চনযোগ একান্ত দুর্লভ। লেখক ও ক্যাপ্টেন আলমগীর সাত্তার বাঙালি বৈমানিকদের মধ্যে তেমনি এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। তিনি যখন লেখেন মানুষের আকাশজয়ের কাহিনি, বিবৃত করেন বেলুনে উড়তে শুরু করা থেকে কীভাবে আকাশযানে পৌঁছলো মানবের উদ্ভাবনী সাধনা, মেলে ধরেন আদি সেই পর্বে জড়িত বৈমানিকদের দুঃসাহসিকতা, সেসব বয়ান হয়ে ওঠে চিত্তাকর্ষক ও রুদ্ধশ্বাস। বিমানযানের ক্রমোন্নতির যে চিত্র তিনি অঙ্কন করেন, ব্যাখ্যা করেন এর নানা দিক, তার সাথে ব্যক্তিগত অভিজ্ঞত্য ও পর্যবেক্ষণ যুক্ত হয়ে একেবারে কারিগরি সব তথ্যও হয়ে ওঠে রসমণ্ডিত। সর্বোপরি তাঁর এই গ্রন্থের উদ্দিষ্ট আজকের নবীন-নবীনা, যাদের কেউ কেউ হয়তো আগামী দিনে বৈমানিক হতে অভিলাষী, তাদের স্বপ্নসিন্ধির প্রেরণা হবে এই বই। আর এটা তো স্বতঃসিদ্ধ আগামী দিনে যাত্রীরা সওয়ারি হবে আরও দ্রুতগতি আরও আরামপ্রদ বিভিন্ন বিমানে, অনতিদূর ভবিষ্যতের মনোরম বিমানযাত্রা আজকের পাঠকের মানসপটে মেলে ধরবে সুখপাঠ্য সচিত্র এই বই।
দু’হাজার বছরেরও আগে এক গ্রিক দার্শনিক বলেছিলেন, একজন বিশ্বস্ত বন্ধু ভাইয়ের চাইতেও নিকটজন। ক্যাপ্টেন রফিউল হকের সঙ্গে আমার সম্পর্ক ওই দার্শনিকের কথার সত্যতাই প্রমাণ করে।
সেই ১৯৬৫ সালে আমরা দু’জন একই দিন, একই সঙ্গে পিআইএতে পাইলট হিসেবে যোগদান করেছিলাম। তারপর সুদীর্ঘকাল বাংলাদেশ বিমানে চাকরি শেষে যথাসময় উভয়ে অবসর গ্রহণ করেছি। কর্মজীবনে যখনই সম্ভব হয়েছে, দু’জনে একসাথে ফ্লাই করেছি। একত্রে পদচারণা করেছি কতো না দেশ আর শহর- বন্দরে। প্রায় অর্ধশত বছর আগে তাঁর সাথে যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল তা কালের প্রবাহে কেবলই নিবিড় থেকে নিবিড়তর হয়েছে। আজ দ্বিধাহীনভাবে বলতে পারি আমার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে রফিউল হকই ঘনিষ্ঠতম।
বন্ধুত্বের এই দীর্ঘ সময়সীমায় রফিউল হকের কাছ থেকে নানাভাবে সহায়তা পেয়েছি, আর তাঁর সহধর্মিণী রুবা ভাবিকে জ্বালাতন করেছি অনেক। উভয়ের কাছে ঋণগ্রস্ত হয়েছি গভীরভাবে। যদিও এটা বৃথা চেষ্টা, তবু সেই বন্ধুত্বের ঋণভার কিছুটা লাঘবের জন্য এই গ্রন্থ রফিউল হক ও রুবা ভাবির নামে উৎসর্গ করলাম।
Reviews
There are no reviews yet.