আমাদের কালের জীবনবাস্তবতার রূপকার সরদার ফজলুল করিম সমকালের দিকে দৃষ্টি ফেরান ব্যাপ্তকালের নিরিখে। তাঁর সেই দেখায় সবসময়ে যে-গভীর দার্শনিকতা ও ইতিহাসবোধ জড়িয়ে থাকে সেটা তিনি কখনো বিশেষ প্রকাশ্য করেন না। সহজিয়া আটপৌরে ভঙ্গিতে তিনি মেলে ধরেন জীবনের গভীর সত্যরূপ, সমকালের কথকতার সূত্রে ফুটে ওঠে সমাজের এক নিবিড় উপলব্ধি। তার অনন্য এই রচনাভঙ্গিতে সর্বদা প্রকাশ পায় মানবের অপরাজেয় ক্ষমতা বিষয়ে প্রবল আশাবাদ। এই আশাবাদ তাকে যেমন প্রত্যয়ী করেছে সাম্যের সমাজ নির্মাণ বিষয়ে, তেমনি এক গভীর মানবিকতায় মণ্ডিত করেছে তাঁর দৃষ্টিভঙ্গি। তাই পরম মমত্ব নিয়ে তিনি সমকালীন ঘটনাধারার দিকে তাকাতে পারেন, সেখান থেকে তুলে আনতে পারেন চিরকালীন মানব সাধনার নির্যাস। রুমীর আম্মা ও অন্যান্য প্রবন্ধ’ সেই মুক্তিচেতনার স্বাক্ষরবহ মানবিক টেস্টামেন্ট, আমাদের কালের কথকতা।
Reviews
There are no reviews yet.