তোমার ছোঁয়ায় পীড়িত মানুষ জীবন ফিরে পেতো,
তোমার কথায় মলিন মুখটা হাসিতে ভরে যেতো,
তবুও তোমার জীবন নিল নরপিশাচের দল-
তোমার রক্তে লোহিত হলো পদ্মা নদীর জল,
বাংলাদেশের জন্ম হলো, ফুটলো শতদল,
তাই তোমার জন্য এখনো আসে দুচোখ ভরে জল।
তোমার পরশে অন্ধজনেরা আলোর ঠিকানা পেতো,
প্রিয়হাত ধরে বনের গহীনে জোছনা দেখতে যেতো।
তোমার যতনে বধিরমূকের কণ্ঠ ধ্বনিত হতো,
মুক্তিযুদ্ধে আকাশ কাঁপিয়ে জয়ের শ্লোগান দিতো;
তাইতো তোমার জীবন নিল মীর জাফরের দল,
তোমার রক্তে লোহিত হলো মেঘনা নদীর জল;
বাংলাদেশের জন্ম হলো, ফুটলো শতদল,
তাই তোমার জন্য এখনও নামে দুচোখ বেয়ে ঢল।
তোমার আদরে দুখিনী বধূর কোলটা ভরে যেতো,
নতুন শিশুর কান্না হাসিতে পৃথিবী মুখর হতো।
তোমার সেবায় আহত যোদ্ধা সুস্থ হয়ে যেতো,
নতুন সাহসে বুকটা বেঁধে আবার যুদ্ধে যেতো;
তাইতো তোমার জীবন নিল নরখাদকের দল,
তোমার রক্তে লোহিত হলো যমুনা নদীর জল;
বাংলাদেশের জন্ম হলো, ফুটলো শতদল,
তাই তোমার জন্য এখনো আসে দুচোখ ভরে জল।
বায়জীদ খুরশীদ রিয়াজ
Reviews
There are no reviews yet.