দু’হাজার বছরেরও আগে এক গ্রিক দার্শনিক বলেছিলেন, একজন বিশ্বস্ত বন্ধু ভাইয়ের চাইতেও নিকটজন। ক্যাপ্টেন রফিউল হকের সঙ্গে আমার সম্পর্ক ওই দার্শনিকের কথার সত্যতাই প্রমাণ করে।
সেই ১৯৬৫ সালে আমরা দু’জন একই দিন, একই সঙ্গে পিআইএতে পাইলট হিসেবে যোগদান করেছিলাম। তারপর সুদীর্ঘকাল বাংলাদেশ বিমানে চাকরি শেষে যথাসময় উভয়ে অবসর গ্রহণ করেছি। কর্মজীবনে যখনই সম্ভব হয়েছে, দু’জনে একসাথে ফ্লাই করেছি। একত্রে পদচারণা করেছি কতো না দেশ আর শহর- বন্দরে। প্রায় অর্ধশত বছর আগে তাঁর সাথে যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল তা কালের প্রবাহে কেবলই নিবিড় থেকে নিবিড়তর হয়েছে। আজ দ্বিধাহীনভাবে বলতে পারি আমার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে রফিউল হকই ঘনিষ্ঠতম।
বন্ধুত্বের এই দীর্ঘ সময়সীমায় রফিউল হকের কাছ থেকে নানাভাবে সহায়তা পেয়েছি, আর তাঁর সহধর্মিণী রুবা ভাবিকে জ্বালাতন করেছি অনেক। উভয়ের কাছে ঋণগ্রস্ত হয়েছি গভীরভাবে। যদিও এটা বৃথা চেষ্টা, তবু সেই বন্ধুত্বের ঋণভার কিছুটা লাঘবের জন্য এই গ্রন্থ রফিউল হক ও রুবা ভাবির নামে উৎসর্গ করলাম।
Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.
Reviews
There are no reviews yet.