ডা. সুশান্ত কুমার বিশ্বাস
জন্ম ৩০ জুন, ১৯৬২; রাজবাড়ী জেলায় কালুখালী থানার চণ্ডীপুর গ্রামে। শিকজান প্রাথমিক বিদ্যালয়, কসবা মাজইল এ.এইচ.উচ্চ বিদ্যালয় ও ঢাকা কলেজে শিক্ষা-শেষে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন ১৯৮১ সালে। ঐ বছরই সরকারি বৃত্তি নিয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে যান চিকিৎসা বিজ্ঞানে অধ্যায়নের জন্য। জন নদীর তীরের রোস্তভ শহরে ভাষা শিক্ষা কোর্স সমাপন করে ‘দ্বিতীয় মস্কো রাষ্ট্রীয় চিকিৎসা ইনস্টিটিউট থেকে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর গ্লুকোমার োপর পিএইচ.ডি করে ১৯৯৫ সালে স্বদেশে ফিরে আসেন। প্রথম প্র্যাকটিস শুরু করেন বালিয়াকান্দি উপজেলা শহরে, এরপর রাজবাড়ী জেলা শহরে। ১৯৯৭ থেকে তিন বছর ’সাইট সেভার্স ইন্টারন্যাশনাল’ পরিচালিত ৫০ শযা-বিশিষ্ট মাগুরা চক্ষু হাসপাতলের চিফ কনসালট্যান্ট সার্জন হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। পরে ফরিদপুরে স্থাপিত নিজ প্রতিষ্ঠান ’সুধা নেত্রালয়’-এ কাজ শুরু করেন। বর্তমান ঠিকানা_৩০/২ অম্বিকা সড়ক, বিলটুলি, ফরিদপুর। তিনি লেখালেখিতেও যুক্ত আছেন।
দেশ-বিদেশের মেডিক্যাল জার্নালে লেখকের গ্লুকোমার ওপর গবেষণামূলক প্রবন্ধ প্রকািশত হয়েছে। এছাড়া গ্লুকোমা সম্পর্কে সচেতনতামূলক বহু লেখা বিভিন্ন জাতীয় পত্রিকা, ম্যাগাজিনসহ স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিগত ২০ বছরের পেশাগত জীবনে শতাধিক চক্ষুশিবিরে বিনামূলে সেবা প্রদান করেন এবং সাধ্যমতো ওষুধ বিতরণ করেন। সীমিত সামর্থের মাঝেও সমাজের সকল স্তরের মানুষের দ্বারে তাদের প্রাপ্য সেবাটুকু পৌঁছে দেয়ার আন্তরিক প্রয়াসের স্বীকৃতি হিসেবে ‘রবীন্দ্র সম্মাননা-২০০৭’, ‘শেরেবাংলা এ কে ফজলুল হক সাইনিং পারসোনালিটি অ্যাওয়ার্ড-২০১২’, ‘নির্ণয় স্বর্ণপদক ২০১২’ অর্জন করেন। তিনি রাশিয়া, বেলারুশিয়া, ইউক্রেন, জর্জিয়া, জার্মানি, ইংল্যান্ডসহ বহু দেশে ভ্রমণ করেছেন। তিনি দেশ-বিদেশের বিভিন্ন চক্ষুচিকিৎসক সমিতিরি আজীবন সদস্য।
Reviews
There are no reviews yet.