মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় তাজুল মোহাম্মদের কোনো তুলনা নেই। তিনি ইতিহাসের খঁোজে চারণের মতো ঘুরে ফিরছেন বাংলার প্রত্যনত্ম জনপদ, তুলে আনছেন মানুষের দুর্ভাগ্য ও অদম্য প্রতিরোধের পরিচয়। অগণিত মানুষের সঙ্গে আলাপচারিতা, সরেজমিন অবলোকন দ্বারা তথ্যসমৃদ্ধ হয়ে প্রণীত হয় তঁার প্রতিটি গ্রন্থ, যেখানে প্রানিত্মক ইতিহাসের নানা পরিচয় আমরা পাই। অন্যদিকে তাজুল মোহাম্মদ প্রণীত ভাষ্যসমূহ একত্রে পাঠকালে আমাদের সামনে ফুটে ওঠে ইতিহাসের বড় ছবি। দেশজুড়ে চলস্নিশাধিক জনপদে পাকবাহিনী সংঘটিত নৃশংসতার পরিচয় রয়েছে এই গ্রন্থে, হৃদয়-আলোড়িত করা এসব বর্বরতার বয়ান পাঠ করা কঠিন, সেইসাথে এটাও স্মরণ করতে হয় যে-বর্বরতা কখনো দেখেনি কেউ সেটা ভুলে যাওয়াও বর্বরতারই নামানত্মর। একাত্তরের নৃশংসতার কথা আমরা হয়তো জানি, তবে সেই বর্বরতার ভয়ঙ্করতা সম্পর্কে ধারণা আমাদের স্পষ্ট নয়। তদুপরি যাদের জন্ম মুক্তিযুদ্ধের অনেক পরে, সমাজে যারা আজ সংখ্যায় গরিষ্ঠ তাদের তো জানার রয়েছে অনেক। আমরা যেন বিস্মৃত না হই গণহত্যার বাসত্মবতা, স্মরণে রাখি নৃশংসতার কৃষ্ঞ-গহ্বরে হারিয়ে যাওয়া মানুষদের এবং ইতিহাস থেকে গ্রহণ করি শিড়্গা। সে-কাজই করে চলেছেন তাজুল মোহাম্মদ, বর্তমান গ্রন্থ তঁার এমন ব্রতের আরেক প্রকাশ, নব-প্রজন্মের জন্য বিশেষভাবে পাঠ্য।
Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.
Reviews
There are no reviews yet.