প্রবীণ প্রবন্ধকার ও সমাজবিশ্লেষক আহমদ রফিক একজন ব্যতিক্রমী কবিও বটে, সমাজবোধ ও কাব্যচেতনার মিশেলে সেই পরিচয় বহন করে তিনি এবার রচনা করলেন ভিন্নতর এক গ্রন্থ, উপন্যাসের আদলে জীবনের কথকতা। ব্যক্তিগত প্রেম-ভালোবাসা-দুঃখবোধের এই কাহিনী গড়ে উঠেছে প্রিয়জনের শিয়রে মৃত্যুর ছায়াপাত ঘিরে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আপনজনের অমোঘ মৃত্যুর প্রতীক্ষায় থাকা দুঃসহ মুহূর্তগুলোতে স্মৃতির উত্থান এবং সেই সাথে চিকিৎসা ও সেবাব্যবস্থার সঙ্কটের উন্মোচন গ্রন্থকে যুগিয়েছে অনন্যতা। সব পাখি ঘরে ফেরে কথাসাহিত্যের মোড়কে জীবনের গভীরতার সন্ধানী হয়েছে, অস্তিত্ব-অনস্তিত্বের দোলাচলে ভাসতে ভাসতে চকিতে যেন আমাদের সামনে উদ্ভাসিত হয় জীবনের সমগ্রতা, ব্যক্তিগত নিবিড় সুখস্মৃতির মাধুর্য এবং সেবামূলক সামাজিক সংগঠনের অন্তঃসারশূন্যতা আমাদের যেমন মানবিক সম্পর্কের গভীরতায় আন্দোলিত করে, তেমনি পীড়িত করে সামাজিক বঞ্চনার বোধে। ফলে একান্ত ব্যক্তিগত কাহিনীও রচনা কুশলতায় হয়ে ওঠে সামাজিক ও চিরন্তর, সর্বোপরি পরম মানবিক।
Reviews
There are no reviews yet.