আলমগীর সাত্তার, মুক্তিযুদ্ধের অভিজ্ঞতায় পোড়-খাওয়া বৈমানিক ও লেখক, এবার নতুন প্রজন্মের নবীন-তরুণদের জন্য লিখেছেন উপন্যাস, আপন মনের মাধুরী মেশানে কাহিনী নয়, মুক্তিযুদ্ধের বাস্তবতার পটভূমিকায় রচিত কিশোর উপন্যাস। ‘সৌমিকের একাত্তর’-এর কাহিনী সূচনা পঞ্চাশের দশকের মধ্যভাগ থেকে, যে-পটভূমি ছাড়া বাঙালির মহত্তম মুক্তিসংগ্রামের ব্যাপকতা ও গভীরতা অনুধাবন সম্ভব নয়। একাত্তরের মুক্তিযুদ্ধে এ দেশের কিশোর-যুবকেরা কীভাবে ঝাঁপ দিয়েছিল, দেশমাতৃকার শৃঙ্খলমুক্তির ডাক তাদের বুকে কোন্ সাড়া জাগিয়েছিল সেই স্পন্দন অনুভব করা যাবে সৌমিক হাসানের কাহিনীর সুবাদে। সাহস ও বীরত্বের সঙ্গে রোমান্টিকতার যোগ এবং বাস্তব ঘটনাধারা ও পাত্র-পাত্রীর সঙ্গে কল্পিত চরিত্রসমূহের মিশেল ‘সৌমিকের একাত্তর’ গ্রন্থকে দিয়েছে আলাদা মাত্রা। একবিশংশ শতকের বাংলাদেশের নবীন-নবীনা, যাদের কাছে মুক্তিযুদ্ধের ঘটনা দূরবর্তী ইতিহাস, তাদের জন্য মুক্তিযুদ্ধ আপন অভিজ্ঞতা করে তুলবে বর্তমান গ্রন্থ।
Reviews
There are no reviews yet.