বিগত শতকের বিশেষ দশক থেকে বিশ্বব্যাপী সাম্য ও বিপ্লবী মতাদর্শের যে ঢেউ জেগে উঠেছিল তা এই দেশের অগণিত তরুণকে স্বপ্ন-তাড়িত করেছিল। কত মানুষ যে কতভাবে সাম্য ও মৈত্রীর আদর্শ বহন করে দেশের ও সমাজের মুক্তির জন্য জীবনভর কাজ করে গেছেন সে সবের বিবরণী তুলে ধরা দুঃসাধ্য কাজ। অথচ অগণিত মানুষের বহুমুখী অবদানেই তো সমৃদ্ধ হয়েছে জাতির মানস ও সংগ্রাম। সংগ্রামের এই অভিযাত্রা ছিল সুকঠিন, ছিল নানা চড়াই-উতরাই, বাস্তবের সঙ্গে স্বপ্নের যোগ হয়তো ছিল শিথিল; তদুপরি আজকের বাস্তবতায় মনে হতো পারে সেইসব প্রয়াস হয়েছিল পরাভূত, কিন্তু ইতিহাসের দীর্ঘ পথ পাড়ি দেয়ার পর আমরা উপলব্ধি করতে পারি কোনো আত্মদানই বৃথা যাওয়ার নয়, অগণিতজনের অবদান ছাড়া মুক্তিপথে অগ্রগতি সম্ভব নয়। আর তাই সিলেটের প্রবীণ বিপ্লবী আজীবন সংগ্রামী সূর্যমণি দেব-এর জীবন-কথা আমাদের সবার জন্য সবিশেষ গুরুত্ব বহন করে। সম্পাদকত্রয়ী নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে ইতিহাসের তথ্য উদ্ঘাটন করে বিস্মৃত এক মানুষকে যেমন আলোয় উদ্ভাসিত করেছেন, তেমনি আমাদের সমাজ-ইতিহাসেও যুক্ত করেছেন অন্যতর মাত্রা। এই গ্রন্থ তাই অন্তরালবর্তী এক সংগ্রামী ও প্রান্তিক মানুষের আলেখ্য হয়ে ওঠার পাশাপাশি হয়ে আছে অতীত সংগ্রামের গৌরবগাথা, যেখান থেকে শিক্ষা নেয়ার রয়েছে আজ ও আগামীর মানুষের।
Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.
Reviews
There are no reviews yet.