জীবন-ভর চলে একজন কবির হয়ে-ওঠার সাধনা। নদীর মতোই বাঁক নেন কবি, প্রবেশ করেন নতুনতর ক্ষেত্রে এবং নিয়ত প্রবহমান থেকে আপন সৃষ্টিমুখরতার পরিচয় মেলে ধরেন। দীর্ঘকাল পর প্রকাশিত মোহাম্মদ রফিকের নতুন এই কাব্যসঙ্কলন তাঁর নিভৃত নিরত সতত প্রস্তুতির উজ্জ্বল সাক্ষ্য বহন করে, মেলে ধরে কবির নব উত্তরণের ভাষ্য। কবি এখন সময়ের আরো গভীরে প্রবেশ করেছেন, আটপৌরে ভাষাভঙ্গিকে নিবিড় জীবনদর্শনের ব্যঞ্জনায় মুখর করে তুলেছেন এবং চিরকাল ও সমকালের মধ্যে অবাধে সঞ্চরণশীল থেকে নিজস্ব এক কাব্যরূপ গড়ে তুলেছেন। লোকায়ত বাংলার বিশিষ্টতা তিনি মিলিয়ে নিয়েছেন আধুনিক দ্বন্দ্বসংঘাতময় জীবনধারার সঙ্গে এবং অমোঘ মিথষ্ক্রিয়ায় পৌঁছে যেতে চেয়েছেন ত্রিকালদর্শীর সত্যোচ্চারণে। ফলে সবদিক দিয়ে আলাদা হয়ে উঠেছে মোহাম্মদ রফিকের কণ্ঠ, অনন্য এ্ কাব্যগ্রন্থের পাঠ সে-বিষয়ে পাঠককে সচেতন করবে, কবিতাপ্রেমীর জাগর চেতনায় নতুন মাত্রা বয়ে আনবে।
Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.
Reviews
There are no reviews yet.