মুক্তিযুদ্ধের বিস্তার ছিল সারা দেশব্যাপী। যেমন বিস্তৃত ছিল পাকবাহিনী ও তার দোসরদের দ্বারা পরিচালিত গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড, তেমনি ছিল মুক্তিচেতনায় উদ্বেলিত মানুষজনের অকুতোভয় প্রতিরোধ। প্রতিটি অঞ্চলের প্রতিরোধ যুদ্ধের মধ্যে ছিল অভিন্ন যোগসূত্র ও ঐক্য, তদুপরি ছিল নিজস্ব অনেক বৈশিষ্ট্য ও তাৎপর্য। সুনামগঞ্জ অঞ্চলের তরুণ মুক্তিযোদ্ধা বজলুল মজিদ খসরু, ছাত্র-রাজনীতির অঙ্গন থেকে স্বাভাবিকভাবে যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে, পূর্বাপর লড়াই করেছেন যোদ্ধাদের একজন হয়ে। চল্রিশ বছর পর একাত্তরের সুনামগঞ্জের দিকে প্রসারিত দৃষ্টিতে তাকিয়েছেন দেশমাতৃকার এই অগ্নিসন্তান, আপন অভিজ্ঞতার সঙ্গে ইতিহাস অনুসন্ধিৎসা মিলিয়ে তিনি ধীমান উপলব্ধি ও নিবিড় শ্রম সহযোগে লিখেছেন একাত্তরের সুনামগঞ্জের কথা। অজস্র তথ্য তিনি সংগ্রহ করেছেন, যুক্ত করেছেন বহু মানুষের অবদান ও ভূমিকার কথা, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের প্রসঙ্গও সেখান থেকে বাদ যায় নি। সর্বোপরি এই গ্রন্থ বলছে দূরবর্তী অঞ্চলের প্রান্তিক মানুষদের জাগরণের কথা, যা প্রকৃত অর্থে বাংলাদেশের জাগরণের ইতিহাস।
Reviews
There are no reviews yet.