মোহাম্মদ সাইদুর বাংলার লোকায়াত জীবনের গভীর থেকে উঠে আসা ব্যতিক্রমী ব্যক্তিত্ব। লোকসমাজের ভেতরে জাড়িত ছিল তাঁর শিকড়, ফলে লোকশিল্পী ও তাঁদের সৃজিত শিল্পরূপ তিনি অবলোকন করেছেন নিবিড়ভাবে, একান্ত অন্দর থেকে। সেই সাথে লোকশিল্প অধ্যয়নের প্রাতিষ্ঠানিক ও আধুনিক ধ্যান-ধারণার সঙ্গে সম্পৃক্তি তাঁকে যুগিয়েছিল অনন্যসাধারণ বিশ্লেষণী ও পর্যবেক্ষণ দক্ষতা। সেইসব উপলব্ধি তিনি যখন মেলে ধরেন আমাদের সামনে, দেশ-বিদেশের গবেষকদের সঙ্গে মিলে বাংলার লোকশিল্পের ঐতিহ্য-সন্ধান ও পরম্পরা বিশ্লেষণে জীবনভর সাধনা পরিচালনা করেন তখন জাতির মানস যে বিপুল সমৃদ্ধি অর্জন করে তার পরিমাপ গ্রহণও দুঃসাধ্য। তাঁকে যথার্থভাবে অভিহিত করা হয়েছিল ‘লোকশিল্পের চলমান বিশ্বকোষ’ হিসেবে। তিনি ঘুরে বেড়িয়েছেন বাংলার পথে-পথে, আহরণ করেছেন লোকশিল্পের কত না প্রকাশ এবং গবেষকদের জন্য মেলে ধরেছেন মানিকরতনের ঝাঁপি। এমন মানুষটি আপনজন হয়ে উঠেছিলেন অগণিত মানুষের, সবার জীবনে বয়ে এনেছিলেন সমৃদ্ধি। এক্ষেত্রে তাঁর আকস্মিক প্রয়াণে গুণমুগ্ধ ব্যথিতজনের পক্ষ থেকে নিবেদিত হলো এই শ্রদ্ধার্ঘ্য, যা মহৎ এক লোকজ্ঞানী পুরুষকে জানবার ক্ষেত্রে যদি সহায়ক হয় তবে সার্থকতা পাবে বর্তমান গ্রন্থ। কেননা মোহাম্মদ সাইদুরকে জানার মাধ্যমে বাংলার লোকশিল্প এবং লোকায়ত জীবনের শিল্পশক্তি অনুধাবনের পথে আমরা হতে পারবো, যা ছিল মোহাম্মদ সাইদুরের আমৃত্যু সাধনা, যে-সাধনা অব্যাহত রাখার মধ্য দিয়ে তাঁর প্রতি নিবেদিত হবে যথার্থ শ্রদ্ধার্ঘ্য।
Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.
Reviews
There are no reviews yet.