একাত্তরের মুক্তিযুদ্ধে গর্জে উঠেছিল দেশের সর্বপ্রানেত্মর সর্বসত্মরের মানুষ এবং এই সর্বপস্নাবী জাতীয় জাগরণই সম্ভব করে তুলেছিল বাঙালি জাতির অতুলনীয় বিজয়। অথচ বিজয়ের পর মুক্তিযুদ্ধের বিপুল মাত্রা আমরা প্রকৃতভাবে অনুধাবন করতে পারি নি, তার যথাযথ স্বীকৃতিও প্রদান করি নি। মুক্তিযুদ্ধের পরিব্যাপ্তির এক অনন্য পরিচয় বহন করে প্রানিত্মক সমাজের মানুষ, অনত্ম্যজ হিসেবে উপেড়্গিত ও অবহেলিত চা-শ্রমিকদের ভূমিকা। নিষ্ঠাবান গবেষক দীপঙ্কর মোহানত্ম অশেষ পরিশ্রম করে, বিসত্মীর্ণ চা-বাগান এলাকা ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করেছেন, প্রণয়ন করেছেন চা-শ্রমিক শহীদের তালিকা, গ্রন্থিত করেছেন নির্যাতিত নারী-পুরম্নষের ভাষ্য এবং তুলে ধরেছেন মুক্তিযোদ্ধা চা-শ্রমিকদের বীরগাথা। মুক্তিযুদ্ধের অশ্রম্নত অকীর্তিত ধুলো-চাপা অধ্যায় তিনি আলোতে তুলে এনেছেন পরম মমতায়। মুক্তিযুদ্ধ ও স্বদেশকে নিবিড়ভাবে জানা-বোঝার জন্য অপরিহার্য এই বই, আশ্চর্য এক মানবিক দলিল, আমাদের সমাজেতিহাসে পরম ব্যতিক্রমী সংযোজন।
Reviews
There are no reviews yet.