বাংলাদেশের মুক্তিযুদ্ধের বহুমাত্রিক তাত্পর্যে এক উজ্জ্বল অথচ উপেড়্গিত দিক নেৌ-কমান্ডোদের ভূমিকা ও অবদান। মুক্তিযুদ্ধের কোনো বিশেষ বাহিনীর এমন আলোকোজ্জ্বল অভু্যদয় আর ঘটে নি। ১৪ আগস্ট ১৯৭১ একযোগে দেশের বিভিন্ন প্রধান সমুদ্র ও নদীবন্দরে আঘাত হেনে নেৌ-কমান্ডোরা রাতারাতি দখলদার পাকবাহিনীর দাম্ভিক অবস্থান টলিয়ে দেয়, একই সঙ্গে বিপুল প্রেরণা সঞ্চার করে মুক্তিকামী দেশবাসীর অনত্মরে। কারা ছিল এই নেৌ-কমান্ডো, কোথা থেকে এসেছিল তঁারা, কীভাবে সম্ভব করেছিল এমন দুনিয়া-কঁাপানো অভিযান_ সেসব জানতেও স্বাধীনতার পর আমাদের দীর্ঘ সময় অপেড়্গা করতে হয়েছে। একে একে প্রকাশ পেয়েছে বিচ্ছিন্ন কতক বই, কিছু স্মৃতিকথা, কিছু মূল্যায়ন। কিনত্মু তথ্যসমৃদ্ধ পূর্ণাঙ্গ একটি গ্রন্থের অভাব অনুভূত হচ্ছিল দীর্ঘদিন ধরে। সেই অভাব মোচনে এগিয়ে এলেন মোঃ খলিলুর রহমান, স্বয়ং যিনি একজন নেৌ-কমান্ডো, প্রত্যড়্গ অভিজ্ঞতার সঙ্গে গবেষকের নিষ্ঠা যোগ করে রচনা করেছেন মুক্তিযুদ্ধে নেৌ-কমান্ডোদের ভূমিকার পুঙ্খানুপুঙ্খ বিবরণী। বর্তমান প্রজন্মকে উদ্বুদ্ধ করবে এই গ্রন্থ, অনুপ্রাণিত করবে ভবিষ্যত্ গবেষকরদের। এমন এক মূল্যবান গ্রন্থ পাঠকের হাতে তুলে দিতে পেরে আমরা যুগপত্ আনন্দ ও গর্ব অনুভব করেছি।
Reviews
There are no reviews yet.