কৃতী অর্থনীতিবিদও নিষ্ঠাবানসমাজ-গবেষক ড. আতিউর রহমান মুক্তিযুদ্ধের সামাজিক-অর্থনৈতি-রাজনৈতিক বাস্তবতাকে করেছেন তীক্ষ্ণধী বিশ্লেষণের উপজীব্য। ঔপনিবেশিক প্রভাতপুষ্ট অভিজন বা এলিট ভাবনানির্ভর ইতিহাস-চর্চার বিপরীতে বাঙালির মহত্তম সংগ্রামের এ-এক জনকৌণিক উপস্থাপন। সাধারণ মানুষের অবস্থান থেকে জনতার গৌরবের পুনরুত্থান তিনি ঘটিয়েছেন মুক্তিযুদ্ধেরমননশীল তথ্যনির্ভর বিশ্লেষণে। যে স্বপ্ন নিয়ে বাংলার সর্বস্তরের মানুষ ঝঁাপ দিয়েছিল মুক্তির লড়াইয়ে সেই স্বপ্নের রূপবিচার ও স্বপ্নের কারিগরদের পরিচয় অনুসন্ধানে তিনি ব্রতী হয়েছেন এখানে। সেই সুবাদে বিশ্লেষণ করেছেন মুক্তিযুদ্রেল প্রধান কুশীলবদের জনসম্পৃক্ত ভূমিকা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ ও আবু সাঈদ চৌধুরীর ব্যক্তিত্ব ওচিন্তাজগৱ হয়েছে তৎার অনুসন্ধানী দৃষ্টিসম্পাতের বিষয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এমনি গভীরতাশ্রয়ী বিশ্লেষণমূলক গবেষণা গ্রন্থ ইতিপূর্বে রচিত হয় নি। মুক্তিযুদ্ধ নতুনভাবে উদ্ভাসিত ও মহিমান্বিত হয়ে উঠেছে আবেগবর্জিত নির্মোহ বিজ্ঞাননিষ্ঠ এইসব রচনায় । মননশীলতা ও পরিশ্রমের পরিচয়বাহী অবিনাশী স্বপ্নের কথকতা আতিউর রহমানের এই অনন্য গ্রন্থ।
Reviews
There are no reviews yet.