জলবেষ্টিত ভোলা দ্বীপ বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, তবে বাংলার জীবনপ্রবাহ থেকে মোটেই আলাদা নয়। গাঙ্গেয় বদ্বীপের এক গুরম্নত্বপূর্ণ ভূখণ্ড হিসেবে ভোলার আবার রয়েছে কতক অনন্যতা। একাত্তরে গোটা বাংলার মতো ভোলাবাসীও সংগঠিত করেছিল প্রতিরোধ, ঝঁাপিয়ে পড়েছিল মুক্তির সশস্ত্র যুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোলার নবীন যুবা মাহফুজুর রহমান ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন প্রতিরোধের এই আয়োজনে। বিচ্ছিন্ন ভূখণ্ড ভোলার ড়্গেত্রে লড়াই পরিচালনায় বাধা ছিল বিসত্মর এবং অসীম সাহসের সঙ্গে এগুনো ছাড়া এইসব বাধা অতিক্রমের ভিন্ন কোনো উপায় ছিল না। সশস্ত্র যোদ্দাদের আশ্রয় হবে কোথায়, কীভাবে সংগৃহীত হবে অস্ত্র, শত্রম্নর ওপর আঘাত হেনে যোদ্ধারা কীভাবে সরে আসবে ইত্যাদি জরম্নরি প্রশ্ন একানত্ম নিজের মতো করেই ভাবতে হয়েছিল মুক্তিযোদ্ধাদের। আর এড়্গেত্রে বড় সহায় ছিলেন ভোলার সাধারণ মানুষেরা, যঁারা জীবন তুচ্ছ করে মুক্তির জন্যে লড়াইয়ে সামিল হয়েছিলেন অকুতোভয়ে। ভোলার এই অনন্য সংগ্রাম নিয়ে এক মুক্তিযোদ্ধার কথকতা তাই হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের স্মরণীয় গ্রন্থ।
Reviews
There are no reviews yet.