‘উনিশ শ’ একাত্তরের মুক্তিযুদ্ধ বাঙালির ইতিহাসের সর্বকালের সবচেয়ে গৌরবোজ্জ্বল ঘটনা। এই মুক্তিযুদ্ধের ফলে আমাদের স্বাধীন সার্বভৌমবাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে। কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধ কোনো আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এ ছিল বাঙালির দীর্ঘকালের আত্মানুসন্ধান, দীর্ঘদিনের আন্দোলন এবং ইতিহাসের অমোঘ প্রক্রিয়ার পরিণতি’- এভাবেই অধ্যাপক সালাহ্উদ্দীন আহ্মদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাখ্যা দৎাড় করিয়েছেন বাঙালির কয়েক শতাব্দীর ঐতিহাসিক ধারাক্রমের নিরিখে। আমাদের নিকট ইতিহাসকে দূর অতীতের সঙ্গে মিলিয়ে পাঠ নেয়ার জন্য যে সুদূরপ্রসারী ও সুগভীর দৃষ্টি আর প্রজ্ঞার প্রয়োজন, অধ্যাপক সালাহ্উদ্দীন আহ্মদের মতো হাতে-গোনা কয়েকজন বিরল ব্যাক্তিত্ব ছাড়া আর কেই-বা তা ধারণ করেন! পরম সৌভাগ্য তিনি তঁার ইতিহাস-উপলব্ধির সঙ্গী করেন আমাদের সবাইকে বর্তমান গ্রন্থের ভেতর দিয়ে। বাঙালির জাতিসত্তা ও মুক্তিযুদ্ধের স্বরূপ বোঝার ক্ষেত্রে এ এক তুলনারহিত বই।
Reviews
There are no reviews yet.