একাত্তরের মুক্তিযুদ্ধে বিপুল আত্মদানের বিনিময়ে প্রতিষ্ঠিত নতুন রাষ্ট্র বাংলাদেশ ছিল পশ্চাত্পদ, দরিদ্র ও যুদ্ধ-বিধ্বস্ত। সাড়ে সাত কোটি মানুষের আহার জোগানোর সামর্থয কৃষির ছিল না, আমদানি করে অথবা সাহায্য পেয়ে পূরণ করা হতো ঘাটতি। মধ্য-সমুদ্র থেকে খয়রাতি গমবাহী জাহাজ যখন ফিরিয়ে নেয় দাতা দেশ আমেরিকা তখন, ১৯৭৪ সালে, দুর্ভিক্ষের করাল গ্রাসে ঝরে পড়ে বহু মানুষের জীবন। সেই বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে, জনসংখ্যা দ্বিগুণের বেশি হয়ে উঠলেও কৃষি উত্পাদনে অর্জিত সাফল্যে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষি ক্ষেত্রে বাংলাদেশের বিস্ময়কর সাফল্য নানাভাবে প্রকাশ পাচ্ছে। এই সাফল্য আপনা থেকে অর্জিত হয়নি, এর পেছনে আছে কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী ও মানুষের ভূমিকা, অনুকূল নীতি ও তার বাস্তবায়নে সার্বজনীন উদ্যোগ। কৃষির এই বিস্ময়কর উত্থানের পেছনের কথা বহুলাংশে রয়ে গেছে অনুল্লেখিত ও অনালোচিত। এর ইতিহাস ও পটভূমি যেমন জানা দরকার তেমনি কৃষি সংক্রান্ত নানা খাত মিলিয়ে এর বিকাশের সার্বিক চিত্র দৃষ্টিসীমায় রাখা প্রয়োজন। বাংলাদেশে কৃষি যন্ত্রপাতি এবং সেচ ও পানি ব্যবস্থাপনা উদ্ধাবন ও যন্ত্রের প্রয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা ও মাঠ-পর্যায়ে কাজ করছেন ড. ক্ষীরোদ রায়। দেশের অর্থনৈতিক পরিবর্তনময়তা ও বিকাশে কৃষির যে মুখ্য ভূমিকা তা’ জানা-বোঝা ব্যতীত আজকের ও আগামীর বাংলাদেশ বোঝা যাবে না। সেই বিবেচনায় এই গ্রন্থ সবার জন্য পাঠযোগ্য, বিশেষত দেশ ভাবনা ও উন্নয়ন ভাবনার সঙ্গে যাঁরা জড়িত, সমাজ নিয়ে আলোড়িত, সেই ব্যাপক পাঠকদের এই গ্রন্থ জোগাবে নিবিড় উপলব্ধি ও গভীর চিন্তার খোরাক।
Reviews
There are no reviews yet.