সকল অর্থে বাংলাদেশের আরেক নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার স্বর্ণদুয়ার উন্মোচনের চাবিকাঠি ছিল তঁার হাতে। তবে একদিনেই এমন সাফল্য অর্জিত হয়নি। শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, তারপর জাতির জনক-সে এক দীর্ঘ পথ পরিক্রমণ। সুদীর্ঘ এই পথ তিনি পাড়ি দিয়েছেন দীপ্ত পথ পরিক্রমণ। সুদীর্ঘ এই পথ তিনি পাড়ি দিয়েছেন দীপ্ত প্রত্যয় ও সাহস নিয়ে। গোটা জাতির মনে নিরনত্মর সেই সাহস সঞ্চারিত করেছেন। স্বদেশকে তিনি নিবিড়ভাবে জানতেন, ভালোবাসতেন মনপ্রাণ দিয়ে। সে কারণে দেশের মানুষের ভালোবাসা ও আস্থা তিনি অর্জন করতে পেরেছিলেন তুলনাহীনভাবে। স্বাধীন দেশের নিয়ন্ত্রণভার হাতে নিয়ে তিনি মনোযোগ দিয়েছিলেন কল্যাণধমর্ী একটি রাষ্ট্র গড়ে তোলার দিকে। স্বল্পতম সময়ের মধ্যে আধুনিক গণতানি্ত্রক সংবিধান রচনা করেই তিনি ড়্গানত্ম হননি, যুদ্ধ-বিধ্বসত্ম দেশকে ফিরিয়ে এনেছিলেন পুনর্নির্মাণের পথে। আর ঠিক তখনই অশুভ শক্তির মরণ-ছোবলের শিকার হন তিনি। তরম্নণ প্রজন্মের কাছে প্রত্যাশা, তারা বঙ্গবন্ধুকে জানবে, চিনবে এবং ভালোবাসবে। আর সেই ভালোবাসা থেকে স্বপ্নের বাংলাদেশ নির্মাণে ব্রতী হবে।
তরম্নণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর বিশাল ব্যক্তিত্ব ও ঐতিহাসিক অবদানের পরিচিতি ভুলে ধরার লড়্গ্য নিয়ে তঁার জীবন ও অর্জনের তথ্য-নির্ভর সহজ-সরল, সংড়্গপ্তি ও তাত্পর্যময় বইটি লিখেছেন বিশষ্টি অর্থনীতিবিদ ড. আতিউর রহমান।
Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.
Reviews
There are no reviews yet.