প্রাণিমুক্তি : ড. প্রদীপ রায়
মানবজীবনের সঙ্গে জীবজগতের যে অচ্ছেদ্য ও নিবিড় সম্পর্ক তা আমাদের ভাবনায় বিশেষ স্থান পায় না। তবে গভীরভাবে দেখলে মানুষ ও প্রাণীর মধ্যে ফারাক তৈরির অবকাশ নেই এবং এই পার্থক্য মানবজীবনকে ক্ষতিগ্রস্ত কেবল করেনি, ঠেলে দিচ্ছে বিপর্যয়ের দিকে। মানবমুক্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রাণিমুক্তির প্রশ্ন, প্রাণীর ওপর মানুষের আধিপত্য কোনো পক্ষের জন্যই কল্যাণকর হতে পারে না। দর্শন ও নীতিবিদ্যার আলোকে এইসব প্রশ্ন বিবেচনা ও বিচার-বিশ্লেষণ করে ১৯৭৫ সালে প্রকাশিত হয়েছিল পিটার সিঙ্গারের যুগান্তকারী গ্রন্থ ‘অ্যানিম্যাল লিবারেশন’, যা চিন্তার দিগন্ত প্রসারিত করে অর্জন করে ধ্রুপদী গ্রন্থের মর্যাদা। লেখকের সদয় সম্মতি ও উৎসাহে দর্শনের কৃতবিদ্য অধ্যাপক প্রদীপ রায় সম্পন্ন করেছেন বাংলায় অনুবাদের দুরূহ কর্ম। পিটার সিঙ্গারের অভিপ্রায় অনুযায়ী তিনি গ্রন্থশেষে যোগ করেছেন নতুন অধ্যায়, ‘প্রাণী-অধিকার ও প্রাণিকল্যাণ : বাংলাদেশ প্রসঙ্গ’। সব মিলিয়ে নানা মাত্রায় সমৃদ্ধ এ-এক অনন্য প্রকাশনা, প্রাণীর প্রতি সনাতন দৃষ্টিভঙ্গি বদলে দেয় মৌলিক চিন্তাসমৃদ্ধ এই গ্রন্থ, জীবনোপলব্ধির ক্ষেত্রে যোগায় নতুন পরিপুষ্টি, এর সুললিত অনুবাদ বাংলা ভাষায় দার্শনিক ভাবপ্রকাশের উজ্জ্বল উদাহরণ হিসেবে গণ্য হবে। ভাবুক পাঠকদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে এই গ্রন্থ।
Reviews
There are no reviews yet.