ছোটগল্পের আলাদা মাধুর্য ও শিল্পীশৈলীর চর্চা যখন হারিয়ে যেতে বসেছে চটকদার বর্ণনা ও তরল ভাবালুতায় আধিক্যে তখন সাহিত্যের এই বিশেষ শিল্পধারার রূপরসসেৌকর্য সংবেদনশীল পাঠকের সামনে আবার মেলে ধরবে আহমদ বুলবুল ইসলামের গল্পগ্রন্থ। ষাটের দশকের শেষপ্রান্তে সাহিত্য অঙ্গনে তাঁর প্রবেশ, গভীর অভিনিবেশে জীবন-অবলোকন এবং পরম মমতায় তা ফুটিয়ে তোলার সাধনা প্রকাশ পায় তাঁর রচনায়, নিভৃতচারী সাধকের মতো নিবিষ্টভাবে মগ্ন থেকেছেন শিল্পদেবীর আরাধনায়। খুব বেশি তিনি লেখেন নি, কিন্তু পাঠকচিত্তে দাগ কাটবার মতো গল্পের যে তিনি স্রষ্টা, সেখানেই তাঁর সার্থকতা। দীর্ঘকাল পর প্রকাশিত হলো তাঁর গল্পগ্রন্থ, ফেলে আসা সময়ের পটভূমিকায় গল্পের পাত্রপাত্রীর অকিঞ্চিৎকর জীবনযাপনের বৃত্তান্ত মানবিক আনন্দ-বেদনা, হর্ষ-বিষাদ, লাঞ্ছনা ও গ্লানির ছবি ফুটিয়ে তোলে। নিষ্পেষিত মানুষের দুঃখদীর্ণ জীবনযাপনের পাঁচালি একই সাথে প্রকাশ করে বেঁচে থাকার অদম্য আকুতি, শত দুঃখের মধ্যেও জীবনের জয়গান। মার্শেল প্রুস্তের মতো লেখকও মান্য করেন, ‘সত্যিকার স্বর্গ হলো স্বর্গ হারানো’, জীবনকে সেই গভীরতায় অবলোকন ও চিত্রায়ন তাঁর অভীষ্ট। ফলে আহমদ বুলবুল ইসলাম লিখতে পেরেছেন স্মরণীয় গল্প, তাঁর রচনা হয়ে উঠেছে মূক জনগোষ্ঠীর জীবনভাষ্য, পাঠকের জন্য ভিন্নতর পাঠ, যা তাদের নিয়ে যাবে ছোটগল্পের মাধুর্যমণ্ডিত সেই ভুবনে, যেখানে মেলে জীবনের নির্যাস, অনুভব করা যায় অস্তিত্বের সারসত্য।
Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.
Reviews
There are no reviews yet.