সমাজের বিকাশে ব্যক্তি-মানুষের ভূমিকা মূল্যায়নে আমাদের ঘাটতি রয়েছে অনেক। যঁারা নিভৃতচারী, কাজ করেন দেশের ও সমাজের প্রানি্তক অবস্থানে, কিন্তু কর্মবিচারে যঁাদের ভূমিকা অতীব তাত্পর্যময় ও গুরুত্ববহ, তঁারা যখন হন উপেক্ষিত তখন গোটা সমাজের জন্য তা এক পরাজয় ও ক্ষতি। অথচ অন্তরালবতর্ী মানুষেরা তো স্বীকৃতি বা সামাজিক সাধুবাদের জন্য কাজ করেন না, মানুষের জন্য অপার ভালোবাসা বুকে নিয়ে প্রাণের তাগিদে চলে তঁাদের জীবন-সাধনা, যে-কথা জানা সবার মনেরই এক জয়। শিক্ষাবিদ, লেখক, সংস্কৃতিবেত্তা, সমাজহিতৈষী অধ্যক্ষ রসময় মোহান্ত জ্ঞানের মশাল হাতে চলেছেন দীর্ঘ পথ, অগণিত ছাত্রছাত্রীর অন্তরে জ্বালিয়েছেন শিক্ষার আলোক-শিখা, মানবতার বোধে দীক্ষিত করেছেন তঁাদের। এমন আদর্শদীপ্ত জীবনসাধক ব্যক্তিত্ব নিভৃতচারী হলেও তঁার কর্ম দ্বারা প্রাণিতজন আন্তর্তাগিদ থেকে সাজিয়েছেন শ্রদ্ধার এই ডালি, ব্যতিক্রমী এক মানুষের জন্য অনন্য এক আয়োজন। রসময় মোহান্ত সম্মাননা-গ্রন্থ তাই বাংলার জীবনধারার সেই শক্তিময়তা প্রকাশ করছে যেখানে আছেন নিসর্গজ্যোতি নিভৃতচারী মানুষ, আর আছে তঁার আলোকে স্নিগ্ধ জনসমাজ, যঁারা কৃতজ্ঞতার অর্ঘয সাজিয়ে ঘুচিয়ে দিয়েছেন প্রানি্তকতা, গোটা দেশের হয়ে সম্পাদন করেছেন তাত্পর্যময় এক কাজ, বৃহত্তর সমাজ যেখান থেকে পেতে পারে প্রেরণা ও শক্তি।
Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.
Reviews
There are no reviews yet.