সর্বার্থে এক বিস্মৃত ও বিস্ময়কর নারী সফিয়া খাতুন। বিংশ শতাব্দীর বিশের দশকে বাংলা সাময়িক পত্রপত্রিকায় তাঁর ছিল উজ্জ্বল উপস্থিতি। রচনারীতি, ভাবসম্পদ ও বিষয়-বৈচিত্র্যে তাঁর অনন্যতা হয়ে উঠেছিল নজরকাড়া। কিন্তু অল্পকালের মধ্যেই তিনি একেবারে হারিয়ে গেলেন। তাঁর সম্পর্কে পরবর্তী গবেষকদের লেখায় ক্বচিৎ কখনো বিক্ষিপ্ত উল্লেখ দেখা গেলেও সফিয়া খাতুন বি.এ. নাম্নী বিদুষী, সমাজসচেতন, বলিষ্ঠ চিন্তার অধিকারী এই লেখিকার কোনো পরিচয় কেউ দাখিল করতে পারেন নি। নিষ্ঠাবান গবেষক সুমিত অধিকারী বহু পত্র-পত্রিকা সন্ধান করে সফিয়া খাতুনের বিভিন্ন রচনার নিদর্শন সঙ্কলন করেছেন। প্রকাশনার সত্তর বছরেরও বেশি সময় পরে এই প্রথমবারের মতো গ্রন্থাকারে প্রকাশিত হচ্ছে সফিয়া খাতুনের রচনা-সঙ্কলন। অধ্যাপক আনিসুজ্জামানের মূল্যবান ভূমিকা সংবলিত এই ব্যতিক্রমী গ্রন্থ কেবল এক ব্যতিক্রমী নারীর চিন্তাসম্পদকে মেলে ধরছে না, বাংলার নারী জাগরণের ইতিহাসে নতুন উপাদানের যোগান দিয়ে আপন আসনটিও স্থায়ী করে নেবে। এই গ্রন্থের সুবাদে সফিয়া খাতুন বিস্মৃতির আড়াল মোচন করে এগিয়ে আসবেন সামনে এবং তাঁর সম্পর্কে নতুন অনুষ্ধানের সূচনা ঘটবে, সেই আশাবাদ নিশ্চিতভাবে ব্যক্ত করা চলে। তাই সমাজভাবনায় আলোড়িত সকল পাঠকের জন্য অবশ্যপাঠ্য বিবেচিত হবে বর্তমান গ্রন্থ।
Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.
Reviews
There are no reviews yet.