দেশভাগ যে বিপুল অভিঘাত বয়ে এনেছে বাঙালি জীবনে তার সাহিত্যরূপ নানাভাবে খুঁজে পাওয়া যায়। দাঙ্গা ও উদ্বাস্তু জীবন ছত্রখান করে দিয়েছিল অগণিত মানুষের জীবন, যার জের আজো নানাভাবে বহমান। পাকিস্তান আমলে দেশভাগ নিয়ে স্বাধীনভাবে অভিমত প্রকাশের সুযোগ ছিল না, গল্প-উপন্যাসেও সেই স্বাধীনতা ছিল খণ্ডিত। ষাটের দশকের সেই বৈরী সময়ে দেশভাগের ট্র্যাজেডির মানবিক মাত্রা নিয়ে ছয়টি গল্প লিখেছিলেন হাসান আজিজুল হক, যার মধ্যে রয়েছে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাংলা ছোটগল্প ’আত্মগঙ্গা ও একটি করবী গাছ’। সৃষ্টিশীল রচনার গল্পকার তো থাকেন আড়ালে, তাই সেসব গল্পে আমরা পেয়েছিলাম দেশভাগের অভিঘাতের অন্যতর পরিচয়, গল্পকারের জীবনে এর প্রতিচ্ছাপ সম্পর্কে আমরা কিছুই জানতে পারিনি। প্রায় পঞ্চাশ বছরের নীরবতা ভেঙে ১৯৯৯ সালে কলকাতায় আয়োজিত এক সেমিনারে স্মৃতিগদ্যাকারে আপন বয়ান প্রথম উপস্থাপন করলেন হাসান আজিজুল হক। পরবর্তীকালে তাঁর জীবনস্মৃতিতে মেলে এর সবিস্তার পরিচয়। দেশভাগ নিয়ে ফিকশন ও নন্-ফিকশনের এই যুগল-সংকলনে তাই পাঠকের জন্য রয়েছে অনেক বড় পাওয়া। দুইয়ের মিলিত-পাঠ দেশভাগের হদিস গ্রহণে অন্যতর ও অবিস্মরণীয় উপলব্ধির জন্ম দেবে নিঃসন্দেহে।
Reviews
There are no reviews yet.