“আমাদের ব্যঙ্গরসমূলক রচনায় ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের স্থান সমালোচকেরা ও সাহিত্যের ইতিহাসকারেরা এত উঁচুতে নির্দেশ করেছেন যে, কেউ কেউ তাঁকে এক্ষেত্রে অদ্বিতীয় বলতেও কুণ্ঠিত হননি। অথচ এখন তিনি প্রায় বিস্তৃত, তাঁর রচনাও দুর্লভ। এর কারণ এই নয় যে, তিনি পাঠযোগ্যতা হারিয়েছেন। এর কারণ, পূর্বাগামী লেখকদের সম্পর্কে আমাদের এক ধরনের উদাসীনতা।”
এই উক্তি অধ্যাপক আনিসুজ্জামানের, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের সমুদয় গল্প ও উপন্যাসের একত্র সঙ্কলন নিবেদনকালে সম্পাদকের এমনি উক্তির সঙ্গে রসজ্ঞ পাঠক সহমত না হয়ে পারেন না। মানিবকতা ও ব্যঙ্গরসে পরিপূর্ণ এইসব রচনা বাংলা সাহিত্যের স্থায়ী সম্পদ, বিস্মৃত সেই রত্ন-ভাণ্ডার পাঠকদের সামনে মেলে ধরতে পেরে প্রকাশক তাই যুগপৎ আনন্দিত ও সম্মানিত বোধ করছেন।
Reviews
There are no reviews yet.