বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহাকাব্যিক বিস্তার ও গভীরতার প্রতিফলন করছে এমন একক গ্রন্থ সত্যিই দুর্লভ। যুদ্ধদিনের নানা স্মৃতিকথার মালা রচনা করে সেই ব্যাপ্তিকে স্পর্শ করতে চাইছি আমরা। কিন্তু তারপরেও প্রবল অতৃপ্তির বোধ সবসময়েই মনে গেঁথে থাকে। সেই অভাব মোচনে বড় ভুমিকা পালন করবে এই বই। ‘গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে’ মুক্তিযুদ্ধের এপিক গ্রন্থ হিসেবে অবিস্মরণীয় সংযোজন ঘটালো যুদ্ধদিনের স্মৃতিমালায়। এ-গ্রন্থকে বলা যাবে না শুধুই প্রামাণিক গ্রন্থ, যদিও যুদ্ধের তথ্য-প্রমাণ ও বিবরণীর অনন্য কথকতা এই বই। একে বলা যাবে না উপন্যাস, যদিও উপন্যাসের চাইতেও আশ্চর্যকর সব বাস্তব চরিত্র ও ঘটনাধারায় এই বিবরণী ঠাসা। বলা যাবে না এ মুক্তিযুদ্ধের দিনলিপি, যদিও এক সাহসী মুক্তিযোদ্ধার যুদ্ধকালীন নোটবইয়ের দ্রুত হাতের ইঙ্গিতভাষ্য থেকে নির্মিত হয়েছে পরবর্তী বিস্তারিত বিবরণী, যেখানে প্রায় প্রতিদিনের যুদ্ধকথা বর্ণিত হয়েছে। মাহবুব আলম এক গেরিলা দলের নেতা হিসেবে তাঁর সাথীদের নিয়ে বাংলার প্রত্যন্ত অঞ্চলে, সাধারণ জনজীবনের সঙ্গে নিবিড়ভাবে মিশে মুক্তিযুদ্ধে শরীক হয়ে, অজস্র চরিতমালার যে সহস্র পৃষ্ঠার কাহিনী রচনা করেছেন তার প্রথম খণ্ড এখানে নিবেদিত হলো। গেরিলা হিসেবে যুদ্ধযাত্রা শুরু করে সম্মুখ যুদ্ধে বিজয়ী হিসেবে তার পরিসমাপ্তি টেনেছেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই এপিক কাহিনী রেমার্কের ’অল কোয়ায়েট অন দা ওয়েস্টার্ন ফ্রন্ট’ ও এমনি অন্যান্য ধ্রুপদী যুদ্ধকথার পাশে স্থান পাওয়ার দাবিদার। আমাদের পরম গর্বের দিনগুলোর এই বিস্তারিত ভাষ্য জাতির যুদ্ধ-ইতিহাস উজ্জ্বল সংযোজন হিসেবে বিবেচিত হবে বলে আমাদের বিশ্বাস।
Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.
Reviews
There are no reviews yet.