সহস্র নবীন-নবীনাকে রবীন্দ্রনাথের গানের সূত্রে এক মন এক প্রাণে বেঁধেছিলেন নীলোৎপল সাধ্য। সঙ্গীতগুরু ওয়াহিদুল হকের প্রয়াণের পর রবীন্দ্রসঙ্গীতের অনুশীলন, অনুধাবন ও আত্মস্থকরণের সাঙ্গীতিক প্রয়াসে ছেদ পড়া, একদার স্রোতস্বিনীর পথহারা হওয়ার শঙ্কা দেখা দিয়েছিল সবার মনে। তখন গুরুর যথার্থ ভাবশিষ্য নীলোৎপল সাধ্য আরো একাগ্রতা ও নিষ্ঠা নিয়ে দেশব্যাপী সঙ্গীতপ্রব্রজ্যার যে-ফল্গুধারা বইয়ে দিলেন তার তুলনা বিশেষ নেই। অন্তরালের এই নীরব সাধনার সুফল পেয়েছি আমরা, বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীত চর্চার বিশিষ্টতা ও ভিন্নতার অনন্য প্রকাশ এখানে মেলে। নীলোৎপল সাধ্য মনপ্রাণ ঢেলে সঙ্গীতসুধারসে সবাইকে মাতিয়ে তোলার সাধনায় নিমগ্ন ছিলেন। আর এই কাজে তার বড় নির্ভর হয়েছিল দেশব্যাপী সক্রিয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পী সংগঠকবৃন্দ, অন্যদিকে সুরের জিয়নকাঠির ছোঁয়ায় তিনি জাগিয়ে তুলতে চেয়েছেন হাজারো নতুনপ্রাণ। একই সঙ্গে বাংলা গানের সম্পদ শ্রোতার অন্তরে গেঁথে দিতেও তিনি ছিলেন সদা-উৎসাহী। গানের জগতে বিরল এই মানুষটি দেশ জুড়ে বহু মানুষকে বেদনা-আপ্লুত করে অকাল বিদায় নিলেন জীবনমঞ্চ থেকে, রেখে গেলন সুরের রেশ এবং প্রাণের পরশ। তার অনন্য অবদান ও নিভৃত সাধনার পরিচয় বহন করছে এই স্মারকগ্রন্থ, বরেণ্য সঙ্গীতগুরু ও খ্যাতমান শিল্পী থেকে শুরু করে সংগঠক শিক্ষার্থীদের ছেষট্টিটি রচনার এই সংকলন তাই ব্যতিক্রমী শিল্পীর জন্য আলাদা মাত্রার এক নৈবেদ্য, যা আমাদের দায়বদ্ধ করে জীবন ও সংস্কৃতির কাছে, সর্বোপরি সঙ্গীতের কাছে।
Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.
Reviews
There are no reviews yet.