জনগণের সংগঠিত শক্তির বিভিন্নর্ধম প্রকাশকে ‘সামাজিক পুঁজি’ আখ্যায়িত করে সেই নিরিখে বাঙালির জাগরণের অতুলনীয় দিনগুলির বিশ্লেষণে ব্রতী হয়েছেন কৃতী অর্থনীতিবিদ ও সমাজবিশ্লেষক আতিউর রহমান। একাত্তরের মার্চ মাসের অসহযোগের কাল ঐক্যবদ্ধ জনগণের অহিংস অথচ দুর্বার প্রতিরোধ আন্দোলনের এক অভূতপূর্ব দৃষ্টান্ত। বিশ্ব-ইতিহাসে তুলনাহীন এই আন্দোলনের ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে বাঙালির মুক্তিযুদ্ধের প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। অসহযোগ আন্দোলনের কাণ্ডারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা, যোগ্য সহকর্মী তাজউদ্দীন আহমদের বিচক্ষণ কর্মকাণ্ড ও জনগণের সকল অংশের অবদানের চুলচেরা বিশ্লেষণ করেছেন লেখক। মুক্তিমযুদ্ধে অসম সাহসিকতার সঙ্গে ঝঁাপ দিয়েছিল কোন্ বাংলাদেশ, কীভাবে জাতির সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, বঙ্গবন্ধুর তুলনা রহিত নেতৃত্বের মাহাত্ম্য কোথায় নিহিত ছিল- এমনি বিভিন্ন জিজ্ঞাসার আলোকে অসহযোগের অনন্য দিনগুলি নিয়ে অনন্যসাধারণ এক গ্রন্থ উপহার দিলেন আতিউর রহমান।
Reviews
There are no reviews yet.